বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে `বিএসএফের গুলিতে' এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত আব্দুর রহিম শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঝাড়–টলা গ্রামের মুরশেদ আলীর ছেলে।

সোমবার ভোরে বিএসএফের গুলিতে আব্দুর রহিম নিহত হন বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের সুখদেবপুর ক্যাম্পের ২৪ বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম সালাহ উদ্দিন আহম্মেদ জানান, সকালে আর্ন্তজাতিক সীমানা পিলার ১৭৮’ র সাব পিলার ১'র ৫'শ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ ও বিজিবিকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত রহিম একজন চোরাকারবারি উল্লেখ করে এসএম সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, এ হত্যাকান্ড বিএসএফ ঘটিয়েছে না চোরাকারবারিদের নিজেদের অভ্যন্তরীন কোন্দলে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শিবগঞ্জ থানার ওসি(অপারেশন) আতিকুল ইসলাম জানান, নিহত রহিমের মাথায় রাবার বুলেটের আঘাতের চিহৃ রয়েছে। এতে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি এ হত্যাকান্ড বিএসএফের গুলিতেই হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: