ভারত-পাকিস্তানের যুদ্ধ নভেম্বরে: পাক রেলমন্ত্রী

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর তিনি বলেছিলেন, ‘আমি রেলমন্ত্রী থাকতে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো ট্রেন চলবে না।’ তিনি পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের শেখ রশিদ বলেন, ‘অক্টোবরের শেষে এবং নভেম্বর-ডিসেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ দেখতে পাচ্ছি। তার জন্য দেশকে তৈরি করছি। মোদিকে চিনতে অনেক বড় বড় নেতা ভুল করেছেন, কিন্তু আমি ভুল করিনি।’

তিনি আরও বলেন, ‘বর্বর ও ফ্যাসিস্ট নরেন্দ্র মোদির জন্যই পাকিস্তান ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে। মোদির সামনে পাকিস্তানই একমাত্র বাধা।’

‘কাশ্মীর ইস্যুতে সারা বিশ্বের মুসলমানরা চুপ কেন?’ এই প্রশ্নও রাখেন তিনি।

রশিদ বলেন, ‘২৫ কোটি মুসলমান সম্প্রদায়ের মানুষ পাকিস্তানের দিকে তাকিয়ে রয়েছেন। তাই সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব সরিয়ে কাশ্মীরের দিকে হাত বাড়াতে হবে আমাদের। কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। না হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

 

টাইমস/এসআই

Share this news on: