রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

রাজধানীর গ্রিনরোডের সেন্ট্রাল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডেঙ্গু নিয়ে কয়েকদিন আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদপুরের শারমিন আক্তার(৩৫)।

সেন্ট্রাল হাসপাতালের পেশেন্ট কেয়ার অফিসার মেহেদী হাসান জানান, অবস্থার অবনতি হলে বুধবার রাত ৮টার দিকে তাকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

শারমিন শক সিনড্রোমে চলে গিয়েছিলেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এই প্রথম কারও সেন্ট্রাল হাসপাতালে মৃত্যু হলো বলে জানান মেহেদী হাসান।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত ১৮৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া শেষে বুধবার পর্যন্ত ৫২ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ