চীনে স্কুলে হামলা, ৮ শিশু নিহত

চীনের হুবেই প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইউ নামে এক ব্যক্তির হামলায় আট শিশু নিহত হয়েছে। আহত হয়েছে দুই শিশু।

সোমবার স্থানীয় সময় সকাল ৮ টায় হুবেই’র এনশি শহরের চাওইয়াংপো এলিমেন্টারি স্কুলে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।

খবরে বলা হয়, গ্রীষ্মের বন্ধের পর ওইদিনই প্রথম স্কুল খোলা ছিল। শিশুরা সকালে যখন স্কুলে উপস্থিত হচ্ছিল, সে সময় হামলা চালায় ইউ (৪০)। ঘটনার পর ইউকে আটক করে পুলিশ। তবে সে কিভাবে শিশুগুলোকে হত্যা করেছে তা জানায়নি শহর কর্তৃপক্ষ।

ক্ষমতাসীন দলের স্থানীয় কমিটি ও সরকার উদ্ধার কাজ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে এনশি শহর কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইম জানিয়েছে, শিশুরা যাতে হামলার ভীতিকর অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারে, সেজন্য তাদেরকে কাউন্সিলিং করাচ্ছে স্থানীয় সরকার।

গতবছর অক্টোবরে এক নারী ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছিল ১৪ জন স্কুল শিক্ষার্থীকে।

এর আগে একই বছরের এপ্রিলে শানজি প্রদেশে এক ব্যক্তির হামলায় নয় শিক্ষার্থী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: