ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) করা অভিন্ন শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিলের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট/রিজেট বোর্ড অনুমোদন করবে। এ ধরনের অভিন্ন নীতিমালা বিশ্বের কোথায়ও আছে বলে জানা নেই আমাদের।

মানববন্ধনে শিক্ষক সমিতির সহসভাপতি ড. নাহিদ আক্তার ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: