ফতুল্লায় আগুনে দগ্ধ নয়জনের মধ্যে দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের দগ্ধ নয় জনের মধ্যে মা ও মেয়ে দুজন মারা গেছেন। নিহতরা হলেন ছায়া রানী (৬০) ও তার মেয়ে সুমিত্রা (২৭)।

বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃতু হয়।

বৃহস্পতিবার ভোরে ছায়া রানী এবং সকাল ১০টার দিকে সুমিত্রার মৃত্যু হয় বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন বাকি সাতজন হলেন- ছায়া রানীর ছেলে শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩৪), তাদের মেয়ে অনামিকা (১৪), ছেলে অর্পিত (৯), শ্রীনাথের ভাতিজা প্রমিত (১৪) ও শাওন (১০) এবং সুমিত্রার স্বামী নারায়ণচন্দ্র (৩৫)।

হাসপাতালে ভর্তি থাকা বাকি সাতজনের অবস্থাও ভালো নয় উল্লেখ করে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ছায়া রানীর শরীরের ৬০ শতাংশ এবং সুমিত্রার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে বুধবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কোতালেরবাগ হক বাজারে জাকির মিয়ার তিনতলা বাড়িতে আগুন লাগে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

 

টাইমস/এইচইউ

Share this news on: