পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র কাঁচপুর, আহত ২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সিনহা গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকেরা বেতন ভাতার দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান গ্রহণ করলে পুলিশি বাঁধার মুখে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার সকালে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ফলে কার্যতই রণক্ষেত্রে পরিণত হয় কাঁচপুর এলাকা।  

স্থানীয়দের দেয়া তথ্য মতে, শনিবার সকালে মাতৃত্বকালীন ছুটি, ছুটিকালে ভাতা প্রদান, মাসিক বেতন ৮ তারিখের মধ্যে পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবি নিয়ে কারখানা সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ওই পোশাক কারখানার শ্রমিকেরা। কর্তৃপক্ষ এসময় কারখানাটিকে একদিনের জন্য বন্ধ ঘোষণা করে। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা প্রধান ফটকের বাইরে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে জমায়েত করার চেষ্টা করলে নিরাপত্তাকর্মী ও পুলিশের বাঁধার মুখে পড়ে তা পণ্ড হয়ে যায়।

রোববার সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে কারখানা মূল ফটকের সামনে জড়ো হতে থাকে। সকাল ৯টা থেকে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান গ্রহণ করলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের হটিয়ে দিতে সোনারগাঁ থানা থেকে বিপুল পরিমাণ পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর জলকামান ও টিয়ারশেল নিয়ে হামলা শুরু করলে শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে তার জবাব দিতে থাকে। এ সময় কাঁচপুর ও পার্শ্ববর্তী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশি হামলার মুখে শ্রমিকরা রাস্তা থেকে সরে যেতে বাধ্য হলেও ততক্ষণে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট । ফলে চরম দুর্ভোগে পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, কাঁচপুরের সিনহা গার্মেন্টস শ্রমিক অসন্তোষের খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিলে শ্রমিকরা বেপরোয়া হয়ে ওঠে। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

 

টাইমস/এনজে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024