'মিয়ানমার যাদের ওপর নির্ভর করে সেই চীন, রাশিয়া অনেকটাই আমাদের পক্ষে'

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমার তৈরি করেছে এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমরা আশাবাদী, কারণ অনেক দেশ আমাদের প্রস্তাবগুলো সমর্থন করেছে, যেমন চীন। মিয়ানমার যাদের উপর নির্ভর করে সেই চীন, রাশিয়া এখন অনেকটাই আমাদের পক্ষে।

জাতীয় প্রেস ক্লাবে বুধবার সকালে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি আরো বলেন, মিয়ানমার ১৯৭৮ কিংবা ১৯৯২ সালেও আলোচনার মাধ্যমে তাদের লোকদের ফেরত নিয়েছিল। এবার সংখ্যাটা অনেক বেশি। ১৯৯২ সালে ২ লাখ ৫৩ হাজার ছিল। তার মধ্যে ২ লাখ ৩০ হাজার চলে যায়। এবার ১৩ লাখ। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি।

 

পাখির চোখে রোহিঙ্গা ক্যাম্প:

মিয়ানমার অত্যন্ত রক্ষণশীল উল্লেখ করে ড. মোমেন বলেন, তারা কারও কথা শোনে না। তবে আশার কথা হলো তারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন যদি বিলম্বিত হয় এবং অনিশ্চয়তা দেখা দেয় তাহলে শুধু বাংলাদেশ ও মিয়ানমারের ক্ষতি হবে না, যারা এ অঞ্চলে বিনিয়োগ করেছেন তারাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (কুতুবদিয়া ও মহেশখালী) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, রিয়ার অ্যাডমিরাল হারুনুর রশীদ (অব.), কমোডর এসএম মনির (অব.) প্রমুখ।

সেমিনারের সঞ্চালক ও মূল প্রবন্ধ পাঠ করেন ড. আহমেদ আল কবির।

 

টাইমস/টিএইচ

Share this news on: