বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। বুধবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, “নির্বাচন হবে না বলে দিয়েছেন এক নেতা। আর প্রধান স্যার বলেছেন হবে। তারা বিশেষ স্থানের ইট খুলে ফেলার কথাও বলেছেন।
What a freedom of brick collection.. Sir জি।”
এর আগে একই দিনে আরেকটি পোস্টে তিনি লিখেন, ‘কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না, আর এরা বাঁচাবে দেশ?’
এসএন