২৮ সেপ্টেম্বর বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব

লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ২৮ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব’। নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় হাজার বিতার্কিক এ উৎসবে অংশগ্রহণের কথা রয়েছে।

এই বিতর্ক উৎসবের আয়োজন করছে লক্ষ্মীপুর ডিবেট অ্যাসোসিয়েশন (এলডিএ)।

রোববার সংগঠনটির চেয়ারম্যান মাজেদ আজাদ বলেন, ‘বিতর্ক উৎসব এ অঞ্চলের বিতার্কিকদের প্রাণের উৎসব। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী এ উৎসবে অংশগ্রহণ করবে। তারা প্রত্যেকেই এক একজন বিতার্কিক।’

এবারের উৎসবে বিভিন্ন ফরম্যাটে বিতর্ক অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এবারের উৎসবে দিনব্যাপী কর্মসূচি রয়েছে। বিভিন্ন ফরমেটে বিতর্ক প্রদর্শন, ডিবেট অ্যান্ড ক্যারিয়ার ওয়ার্কশপ, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, মিট দ্য সেলিব্রেটিস, প্রতিযোগীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ। এছাড়াও রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। নতুন কিছু জানা ও শেখার ক্ষেত্রে এ অঞ্চলের তরুণদের জন্য অসাধারণ একটি সুযোগ হতে পারে এ উৎসব।’

 

টাইমস/এসআই

Share this news on: