নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করব: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এই সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি। যদি চাপ দেয়, আমি পদত্যাগ করব, চেয়ারে থাকব না।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্নভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। আমরা কঠোর অবস্থানে থাকবো। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।

নির্বাচন হবে কি হবে না, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই, বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে।’

কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে।’

নাসির উদ্দিন আরও বলেন, ‘স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনী যাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিল, তাদের পদায়নের চিন্তা নেই।’

প্রধান নির্বাচন কমিশনার জানান, বিগত সরকার আমলে দায়িত্ব পালন করা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে ৫৭০০ কর্মকর্তা রয়েছে। তারা আগেও দায়িত্ব পালন করেছেন। এদেরকে কোথায় পাঠাবো। তবে যারা স্বপ্রণোদিত হয়ে বিগত নির্বাচনে অনিয়ম করেছিল, সেইসব নির্বাচন কর্মকর্তাদের রাখা হবে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী হয়।’

পরে প্রধান নির্বাচন কমিশনার সভায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন বিষয়ে নানা দিকনির্দেশনা দেন।

এফপি/ টিকে

Share this news on:

সর্বশেষ

"লিঙ্গ নয়, কাজের দিকে তাকাও" বেতন বৈষম্য নিয়ে ক্ষুব্ধ কৃতি শ্যানন Aug 23, 2025
বড় পর্দায় আসছে শাকিব খানের 'সোলজার'! Aug 23, 2025
শাড়ি ব্র্যান্ড চালু করার খবরে অবাক মানসী সেনগুপ্ত Aug 23, 2025
img
'তুই যে টাকাটা লিখবি, তা নিয়ে কোনও প্রশ্ন করব না', কোয়েলের উদ্দ্যেশে দেব Aug 23, 2025
আসন্ন নির্বাচনে স্বচ্ছ ভোটের প্রতিশ্রুতি ডিএমপির Aug 23, 2025
সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে নিয়ে দুঃখপ্রকাশ করলেন রাষ্ট্রদূত আনসারী Aug 23, 2025
ইউক্রেনে' রাশিয়ার ড্রোন হামলা বেড়েছে ১৪ গুণ Aug 23, 2025
"আমরা ভাঙচুর করব না স্যার, তালা খুলে দিন" Aug 23, 2025
img
রাষ্ট্রের সিস্টেমটাই দখলের হয়ে গেছে : মির্জা ফখরুল Aug 23, 2025
img
জাকসু নির্বাচন : অভ্যন্তরীণ কোন্দলে প্যানেল করতে পারেনি ছাত্রদল Aug 23, 2025
img
প্রয়াত লিভারপুল তারকার নাম ভাঙিয়ে ৭৮ লাখ টাকার প্রতারণার অভিযোগ Aug 23, 2025
img
স্বাধীনতার উদ্দেশ্য ছিল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি : মঈন খান Aug 23, 2025
img
ঢাকায় দুই দিনে ৩৭০৫ ট্রাফিক মামলা Aug 23, 2025
img
অভিনয়ের বদলে জ্যোতিষ বিদ্যা বেছে নিয়েছিলেন টিউলিপ Aug 23, 2025
img
ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন জরুরি: পরিবেশ উপদেষ্টা Aug 23, 2025
img
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল হলেন শরিফুল Aug 23, 2025
img
মার্কিন সামরিক গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প‍ Aug 23, 2025
img
কাজের ক্ষেত্রে পুরুষ-নারীর পারিশ্রমিক নিয়ে কৃতির স্পষ্ট বক্তব্য Aug 23, 2025
img
ওই চরিত্রে অভিনয় আমাকে বদলে দিয়েছে : রুনা খান Aug 23, 2025
img
পাক-শিল্পীদের সাথে কাজ করতে চান বিজেপি ঘনিষ্ঠ পরিচালক Aug 23, 2025