জিয়াউর রহমান ছিল ধূর্ত প্রকৃতির লোক: আইনমন্ত্রী

 

আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছেন, বঙ্গবন্ধু ও তার অধিকাংশ পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান ছিলেন মূল পরিকল্পনাকারীদের অন্যতম। সে ছিল একজন ধূর্ত প্রকৃতির লোক, তবে তার সাহস কম ছিল। সে খুনীদেরকে সামনে দাঁড় করিয়ে নিজে পেছনে থাকতো। তার মূল পরিকল্পনা ছিল খন্দকার মুশতাক, ফারুক রশিদদের মতো খুনীদের এক কথায় হটিয়ে দিয়ে নিজে দেশের রাষ্ট্রপতি হওয়া। সে সেভাবেই সে তার পরিকল্পনার বাস্তবায়ন করেছিল।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘ইনডেমনিটি অ্যাক্ট: এ কনফাইনড চ্যাপ্টার অব রুল অব ল’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জোট সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোটের নেতা ও বিশিষ্ট অভিনেতা এনামূল হক, আজিজুল হাকিম, আমিরুল হক ও কেরামত মওলা।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার উদ্দেশে ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেনিটি অধ্যাদেশ জারি করা হয়।.

আনিসুল আরো বলেন, ‘ খন্দকার মুশতাকও ছিল ধূর্ত প্রকৃতির। সে বুঝতে পেরেছিল এ ধরনের এক একটি অধ্যাদেশ জারি ও মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।’

আইনমন্ত্রী আরো বলেন, খুনের নেপথ্যে থাকা অপরাধীরা ঘুনাক্ষরেও চিন্তা করে দেখেনি যে দেশকে তারা কি ধরনের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাসী। তিনি বৈধ পন্থায় এই কালো আইন (ইনডেমনিটি অধ্যাদেশ) মোকাবিলা করেছেন।

সূত্র: বাসস

টাইমস/এসআই

Share this news on: