বৃদ্ধাকে কাপড় ও স্যান্ডেল পরিয়ে দিচ্ছেন নারী পুলিশ অফিসার (ভিডিও)

ভারতের মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের তার টুইটার হ্যান্ডলে বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিতে দেখা যাচ্ছে এক নারী পুলিশ কর্মকর্তা কীভাবে এক বৃদ্ধাকে সাহায্য করছেন।

৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধাকে পোশাক পরিয়ে দিচ্ছেন একজন নারী পুলিশ কর্মকর্তা। সেই সঙ্গে তাকে স্যান্ডেলও পরিয়ে দিচ্ছেন। পোশাক পরিয়ে দেয়ার পর বৃদ্ধার চোখে জল চলে আসে। আপ্লুত হয়ে তিনি জড়িয়ে ধরছেন নারী পুলিশ কর্মকর্তাকে। আর নারী পুলিশ কর্মকর্তা বলছেন, ‘আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না।’

শিবারাজ সিং তার টুইটারে জানিয়েছেন, নারী পুলিশ কর্মকর্তার নাম শ্রদ্ধা শুক্লা। ভিডিওতে শ্রদ্ধার সঙ্গে আরও এক নারী পুলিশ কর্মকর্তাকে দেখা যায়। তিনি ওই বৃদ্ধার পায়ে স্যান্ডেল পরিয়ে দিতে সাহায্য করেন।

শিবরাজ সিং লিখেছেন, ‘শ্রদ্ধা শুক্লার মতো মেয়েরা মধ্যপ্রদেশের গর্ব। মেয়েরা সবার দুঃখ বোঝে। মেয়েরা ঘরের আলো।’

শিবরাজ সিং চৌহান ভিডিওটি পোস্ট করার পর সেটি এখনও পর্যন্ত ২৬ হাজারের বেশি বার দেখা হয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on: