চার ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বগিটি উদ্ধার করা হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। এর আগে দুপুর ২টার দিকে ভৈরব রেল স্টেশন সংলগ্ন এলাকার আউটার সিগন্যালে লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। 

ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহম্মদ বিশ্বাস জানান, ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন ভৈরব রেল স্টেশন জংশন থেকে ইঞ্জিনসহ ট্রেনটি ঘুরিয়ে নেওয়ার সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ-ভৈরব রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে ট্রেনের বগিটি উদ্ধার হলে এ রুটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বগি লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

 

টাইমস/এইচইউ

Share this news on: