বরিশাল নৌ বন্দরে নতুন প্রবেশ ফি ১০ টাকা

বরিশাল-ঢাকা নৌ বন্দরে যাত্রীদের প্রবেশ ফি দ্বিগুণ করা হয়েছে। নদী বন্দরের প্রবেশ ফি পাঁচ থেকে বাড়িয়ে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে টিকেটের নতুন মূল্য কার্যকর করা হয়েছে।

শুধুমাত্র নৌ বন্দরের প্রবেশ টিকেটের দামই বাড়েনি। বৃদ্ধি পেয়েছে বিআইডব্লিউটিএ’র আওতাধীন আউট স্টেশনের টিকেট (টোল) ফি। ওইসব স্টেশনে তিন টাকার যাত্রী টোল বাতিল করে তা পাঁচ টাকা করা হয়েছে। ১ জুলাই থেকে আউট স্টেশনের নতুন ফি কার্যকর হবে।

মঙ্গলবার সকালে বিআইডব্লিউটিএ’র বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আজমল হুদা মিঠু সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারের রাজস্ব বৃদ্ধির জন্য বিআইডব্লিউটিএ’র আওতাধীন দেশের সকল নদী বন্দর ও আউট স্টেশনে প্রবেশ টিকেটের মূল্য বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বরিশাল নদী বন্দরের টার্মিনাল ভবনে যাত্রীদের প্রবেশ ফি পাঁচ টাকার পরিবর্তে ১০ টাকা নির্ধারন করা হয়েছে। তবে টার্মিনাল ভবনে প্রবেশের জন্য বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও গর্ভবর্তী মায়েদের প্রবেশ ফি’র প্রয়োজন হবে না।

 

টাইমস/এসআই

 

 

Share this news on: