উন্নয়নের মার্কা নৌকা: প্রধানমন্ত্রী

নৌকাকে উন্নয়নের মার্কা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। নৌকা হলো উন্নয়নের মার্কা। তাই নৌকা মার্কায় ভোট চাই।

রোববার রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনেছে। মানুষের কথা বলার সুযোগ করে দিয়েছে। নৌকা ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়।

বিগত সময়ে তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি মানুষও গৃহহীন থাকবে না। শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, বৃত্তি, উপবৃত্তির ব্যবস্থা, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎসহ সার্বিক খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের একটাই লক্ষ্য যেন এ দেশের মানুষ ভালো থাকে।

এসময় প্রধানমন্ত্রী রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকে জনসভায় পরিচয় করিয়ে দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে রোববার রংপুর পৌঁছান শেখ হাসিনা।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: