‘আমি নোংরামি পছন্দ করি না’

নোংরামি পছন্দ করেন না উল্লেখ করে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর সমর্থকেরা শারীরিক এবং মানসিক কোনোভাবেই যেন আঘাত না পান সেদিকে খেয়াল রাখবেন । আমি নোংরামি পছন্দ করি না।

রোববার নড়াইল জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মাশরাফি এসব কথা বলেন।

মাশরাফি বলেন, বঙ্গবন্ধু–কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নয়, নড়াইলবাসীকে নৌকা প্রতীক দিয়েছেন । এর সম্মান রাখার দায়িত্ব আপনাদের। নৌকা প্রতীকে ভোট করবেন ।

তিনি বলেন,  নৌকা বিজয়ী হলে দেশের মানুষও বিজয়ী হবে। আমি আপনাদের সন্তান । আপনাদের চোখের সামনেই বড় হয়েছি। চলার পথে আমার কোনো ভুলত্রুটি হলে ক্ষমা করে দেবেন ।

নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. গোলাম নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, আইনজীবী মো. খবির উদ্দীন, সাঈফ হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বাগচী প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: