বরিশালে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা

দেশের খ্যাতনামা মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বনফুলের বরিশাল শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর বটতলা এলাকায় অভিযান চালিয়ে বনফুলে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য পায় ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নির্বাহী হাকিম রাসেল ইকবাল জানান, বনফুল নামের একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মিশ্রিত পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও ওই দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্যের মজুদও রয়েছে। তাই বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পেঁয়াজের অতিরিক্ত দাম রাখা নিয়ে তিনি বলেন, কেউ অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ