মঙ্গলবার শুরু সপ্তাহব্যাপী আয়কর মেলা

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘আয়কর মেলা’। করদাতাদের উৎসাহী করতেই নবমবারের মতো এই মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, বিভাগীয় শহরে মেলা চলবে ৭ দিন। এছাড়া ৫৬ জেলায় ৪দিন, ৩২ উপজেলায় ২ দিন এবং ৭০ উপজেলায় ১দিন করে মেলা অনুষ্ঠিত হবে।

দুই বছর ধরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব কার্যালয়ে মেলা অনুষ্ঠিত হলেও এবার তা অনুষ্ঠিত হবে রাজধানীর অফিসার্স ক্লাবে।

এবার ব্যক্তি খাতের করদাতারা ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবে।

এদিকে ১২ নভেম্বর জেলা পর্যায়ে সর্বোচ্চ এবং দীর্ঘদিন ধরে করদাতাদের পুরস্কৃত করবে এনবিআর। সেইসঙ্গে ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ করদাতা ৭৬ ব্যক্তি, ৫৩ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১২টি ট্যাক্সকার্ড দেওয়া হবে।

Share this news on: