পাঁচ দিন পর ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন শুরু

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে গ্রাহকরা ব্যাংকের সব শাখায় লেনদেন করতে পেরেছেন।

এর আগে সিস্টেম আপগ্রেডের জন্য ১৪ মার্চ রাত ১২টা থেকে ১৯ মার্চ সকাল ৬টা পর্যন্ত পাঁচদিন ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।  

এই পাঁচদিন ব্যাংকটিতে সব ধরনের লেনদেনসহ এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল সেবা রকেটও বন্ধ ছিল।

তবে ব্যাংকটির পক্ষ থেকে এসএমএসর মাধ্যমে বলা হয়েছে, নির্ধারিত সময়ের একদিন আগেই ১৮ মার্চ সকাল থেকে এটিএম বুথ চালু করা হয়। গ্রাহকরা সোমবারই এটিএম বুথ থেকে টাকা উঠিয়েছেন। এছাড়া পিওএস, ক্রেডিট কার্ড এবং ই-কমার্স ব্যবহার করে লেনদেন করা সম্ভব হয়েছে।

ডাচ-বাংলা ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯ মার্চ থেকে এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল সেবা রকেট চালু হয়েছে।

 

টাইমস/এএস/জেডটি

 

Share this news on: