নতুন ভ্যাট আইনে ব্যবসায়ীরা হয়রানির শিকার হবেন না: এনবিআর চেয়ারম্যান

নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীরা কর কর্মকর্তাদের দ্বারা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না বলে আশ্বস্ত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক আইন ২০১২’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই কর্মশালার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

তিনি বলেছেন, নতুন এই আইনের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে।

মোশাররফ হোসেন বলেন, পৃথিবীর সব দেশে ভ্যাট হার একটি। কিন্তু আমরা ব্যবসায়ীদের কথা বিবেচনা করে ভ্যাটের হার চারটি করেছি। বাংলাদেশে ভ্যাট ও আয়করের হার বিশ্বের অনেক দেশের তুলনায় কম বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, সদ্যসমাপ্ত অর্থবছরে এনবিআর ২ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে।

কর আহরণ ব্যবস্থায় আরো শৃঙ্খলা আনার ওপর গুরুত্বারোপ করে এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবদ্ধি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। আভ্যন্তরীণ চাহিদা বাড়ার পাশাপাশি সরকারের ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বাজেটে বিদেশি সহায়তা কমে দাঁড়িয়েছে জিডিপির মাত্র ২ শতাংশে। তাই আমাদেরকে রাজস্ব আয় বাড়ানোর দিকে আরো মনোযোগী হতে হবে।

কর্মশালায় এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের উপপরিচালক জাকির হোসেন এবং ডিসিসিআইয়ের ট্যাক্স কনসালটেন্ট স্নেহাশীষ বড়ুয়া নতুন ভ্যাট আইনের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সম্যক ধারণা দেন।

বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ১৫০ জন প্রতিনিধি কর্মশালায় যোগদান করেন।

ডিসিসিআই সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন, ডিসিসিআই জ্যেষ্ঠ সহসভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
৪৬তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যত নির্দেশনা Apr 26, 2024
img
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আটক ৩ Apr 26, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024