আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন প্রিয়াঙ্কা

ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দলীয় দায়িত্ব গ্রহণ করেছেন রাজীব ও সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী।

সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় দায়িত্ব বুঝে নিয়েছেন।

এ উপলক্ষ্যে সোমবার লক্ষ্মৌতে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছ থেকে। পরে রাহুলকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা করেন।

এসময় প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানাতে রাস্তায় মানুষের ঢল নামে। রাহুল ও প্রিয়াংকার পোস্টার হাতে কংগ্রেস কর্মীরা রাস্তা ধরে হাটতে থাকে।

শোভাযাত্রায় শুরু থেকেই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়তে থাকেন প্রিয়াঙ্কা। তিনি হাজার হাজার মানুষের অভিনন্দনের জবাব দেন। রাজনীতিতে অভিষিক্ত প্রিয়াংকাকে দেখতে সড়কের দুপাশে প্রচুর লোকজন এসে জড়ো হন।

রাহুল প্রিয়াংকা শোভাযাত্রা করে লক্ষ্মৌ বিমানবন্দরে গিয়ে থামেন। সেখান থেকে তাদের স্বাগত জানিয়ে লক্ষ্মৌ শহরের কংগ্রেসের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর প্রিয়াঙ্কা বলেন, আমি চাই আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে একটা পরিবর্তন আসুক। রাজনীতির পরিসর এমন হোক যেখানে সকলে নিজেকে তার অংশ ভাবতে পারে।

দুসপ্তাহ আগে ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ পান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: