উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গ্রেপ্তার

গোপন দলিলপত্র ফাঁস করে দিয়ে আলোচিত হওয়া ওয়েবসাইট উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। খবর বিবিসি বাংলার।

বৃহস্পতিবার লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ পুলিশ জানায়, অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে সাত বছর ধরে লুকিয়ে ছিলেন। তিনি আদালতে আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার করা হয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মরেনো জানান, বারবার আন্তর্জাতিক আইন ভঙ্গ করায় তার দেশ অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে ইকুয়েডরের এমন সিদ্ধান্তকে বেআইনি বলে উল্লেখ করে একটি টুইট করেছে উইকিলিকস।

২০১০ সালে মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে উইকিলিকস উন্মোচন করে মার্কিন সাম্রাজ্যের নগ্নতাকে। এরপর ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

 

টাইমস/এএস/এসআই

Share this news on: