নেপালে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৪

নেপালে পৃথক তিনটি বোমা বিস্ফোরণে চারজন নিহত ও সাতজন আহত হয়েছে।

রোববার বিকেল চারটার দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রথম বিস্ফোরণটি ঘটে নগরীর কেন্দ্রস্থলের ঘাটিকুলো আবাসিক এলাকায় একটি বাড়ির ভিতরে, বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন।

দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে শহরতলীর সুকেধারা এলাকার একটি সেলুনের সামনে, এতে তিন জন নিহত হন।

তৃতীয় বিস্ফোরণটি ঘটে কাঠমান্ডুর থানকোট এলাকায় একটি ইটভাঁটির কাছে, এখানে দুই জন আহত হন বলে জানিয়েছে পুলিশ। আহত সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা শ্যাম লাল গাওয়ালি বলেছেন, ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। বিস্ফোরণগুলো কী ধরনের ছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ ধারণা করছে, ঘটনাটি স্থানীয় কোনো মাওবাদী উপদল করে থাকতে পারে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

নেপাল পুলিশের মুখপাত্র বিশ্ব রাজ পোখারেল এএফপিকে বলেছেন, ‘আমরা অনুসন্ধান চালাচ্ছি।’

এক দশক ধরে নেপালে বেশ শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এর আগে দেশটিতে দশকব্যাপী গৃহযুদ্ধ চলেছে। তবে ২০০৬ সালে শান্তিচুক্তির মাধ্যমে ওই যুদ্ধ শেষ হয়। তবে নেতাদের বিরুদ্ধে মূল বিপ্লবের আদর্শচ্যুতির অভিযোগ এনে মাওবাদী দল থেকে অনেক গেরিলা বের হয়ে যায়। এভাবে তাদের মধ্যে ভাঙন ধরে। ফেব্রুয়ারিতে এমন একটি মাওবাদী উপদলের হামলায় এক ব্যক্তি নিহত হয়। এরপর দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে নেপাল সরকার।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024