কালীগঞ্জে পুলিশের পোশাক পড়ে পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতি

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের পোশাক পড়ে পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ৫৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৩৪০ ভরি রূপা লুট করে নিয়ে যায়।

সোমবার রাতে উপজেলার উলুখোলা পুলিশফাঁড়ির ২০০ মিটার দূরত্বের একটি বাজারে এ ঘটনা ঘটে।

এছাড়াও ৭টি দোকান ও একটি মুরগীর পিকআপ ভ্যান থেকে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে ডাকাতরা।

স্থানীয়রা জানান, পুলিশের পোশাক পরে রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত ডাকাতরা উলুখোলা বাজারের পাঁচ স্বর্ণের দোকানের তালা-সাটার কেটে ডাকাতি করে।

ডাকাতির সময় তারা বাজারের সাত নৈশপ্রহরীকে এক রশিতে বেঁধে রাখে। এ সময় বাজারে যারা আসছিলেন তাদের পুলিশি তল্লাশির নামে এক জায়গায় আটকিয়ে রাখে ডাকাতরা।

মাত্র ২০০ মিটার দূরে পুলিশ ফাঁড়ি থাকলেও ঘটনাস্থলে আসতে পুলিশের ৪ ঘণ্টা সময় লাগায় জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রূপন চন্দ্র সরকার বলেন, ওই সময় টহলে নাগরী বাজারে ছিলাম আমি। এদিকে কি হয়েছে তা আমার জানা ছিল না।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেন, ডাকাতির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: