উত্তরায় পুলিশের সাথে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর উত্তরায় রাস্তা বন্ধ করে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশ বাধা দিলে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল।

সোমবার সকালে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শনিবার থেকে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে পোশাক শ্রমিকরা। তারই ধারাবাহিকতায় সোমবারও তারা রাস্তা আটকিয়ে আন্দোলনে নামলে পুলিশ এতে বাধা দেয় । উত্তরা জোনের ডিসি নাবিদ কামাল শৈবালের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য জলকামান ও সাঁজোয়া যান নিয়ে ধাওয়া দিয়ে অবরোধ সরিয়ে দেয়। ফলে বেশ কয়েকজন পোশাক শ্রমিকের আহতের খবর পাওয়া গেছে।

এই আন্দোলনের ফলে দীর্ঘ ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

আন্দোলন বিষয়ে হাসিনা নামে একজন শ্রমিক জানান, রোববার উত্তরা জোনের ডিসি, বিজিএমইএ ও মালিকপক্ষের প্রতিনিধিরা দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দিলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ এখনো নিতে দেখেননি তারা।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: