বিটিআরসি’র পাওনা হাজার কোটি টাকা পরিশোধ করল গ্রামীণফোন

সুপ্রিম কোর্টের আদেশ মেনে নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা এক হাজার কোটি টাকা পরিশোধ করেছে গ্রামীণফোন।

রোববার দুপুরে গ্রামীণফোনের রেগুলেটরি এ্যাফেয়ার্স প্রধান হোসেইন সাদাত বিটিআরসি চেয়ারম্যান জহিরুল হকের কাছে এ পাওনা পরিশোধ করেন।

জানা যায়, গত বছরের ২৪ নভেম্বর গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে গ্রামীণফোন।

রিভিউ আবেদনের রায়ে গত বৃহস্পতিবার আপিল বিভাগ ২৩ ফেব্রুয়ারির মধ্যে গ্রামীণফোনকে বিটিআরসি পাওনা এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: