রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী ২ লাখ ৪ হাজার ৫৮৬ জন

রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১৮ সালের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষার্থী সংখ্যা ৯ হাজার বেড়ে ২ লাখ ৪ হাজার ৫৮৬ জনে দাঁড়িয়েছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০১৮ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯৪ হাজার ৭৭৫ জন। এ বছর ৯ হাজার বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৫৮৬ জনে। এর মধ্যে ১ লাখ ৭ হাজার ৫৩২ জন ছাত্র এবং ৯৭ হাজার ৫৪ জন ছাত্রী। নিয়মিত পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৩০৩ জন এবং অনিয়মিত ২৪ হাজার ৪৭ জন।

এছাড়া মান উন্নয়নের জন্য আরও ২৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রমাণিক জানান, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৯০ হাজার ৫১ জন, মানবিক বিভাগ থেকে ১ লাখ ২৫৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৪ হাজার ২৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাকে সম্পন্ন করতে বিভিন্ন কমিটির সাথে নিয়মিত বৈঠক করা হচ্ছে। প্রশ্নফাঁস রোধে সব কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: