ভাসানচরে পৌঁছেছে ১৬৪২ রোহিঙ্গা

নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা। নৌ এবং সেনাবাহিনীর সাতটি জাহাজে করে শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে তারা ভাসানচরে পৌঁছান। 
দুপুরে  তারা সেখানে পৌঁছলে করোনার কারণে সবার শরীরের তাপমাত্রা মাপা হয়। এরপর হাত ধুয়ে জেটি থেকে গাড়িতে করে তাদের আবাসস্থলে দিকে নিয়ে যাওয়া হয়। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা থাকায় স্বস্তি প্রকাশ করেন রোহিঙ্গারা। জানান বাংলাদেশ সরকারের আশ্বাসে  উন্নত জীবনের আশায়  তারা নিজেদের ইচ্ছায় ভাসানচরে যাচ্ছেন। 
সকাল ৯টা থেকে পতেঙ্গা এলাকার বোট ক্লাব ঘাট, কোস্টগার্ড ঘাট ও রেডি রেসপন্স বার্থে রাখা জাহাজে রোহিঙ্গাদের তোলা হয়। এর আগে এসব রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া থেকে  চট্টগ্রামে নিয়ে আসা হয়।

টাইমস/এসজে/এনজে

Share this news on: