প্রথমধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল সোমবার। এরই মধ্যে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২১ মে) সকাল থেকে দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে।

এছাড়া একইদিনে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন এবং ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক ও যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, সোমবার প্রথমধাপের ইউপি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: