সেনবাহিনীতে যুক্ত হল তুরস্কের তৈরি অত্যাধুনিক মিসাইল

বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক টাইগার মাল্টিপল লান্স রকেট সিস্টেমস (এমএলআরএস) প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ জুন) দুপুরে সাভার সেনানিবাসস্থ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিএনএস) সেনাবাহিনীতে টাইগার মাল্টিপল লান্স রকেট সিস্টেমস এর (এমএলআরএস) অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে সেনাবাহিনীর এডহক ৫১ আর্টিলারি ইউনিটকে এই অন্তর্ভূক্তিকরণ সনদ প্রদান করেন জেনারেল আজিজ আহমেদ। তুরস্কের তৈরি এই টাইগার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (মিসাইল) সর্বোচ্চ ১২০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর জাতির পিতার হাত ধরেই বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্গঠন শুরু হয়। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই সেনাবাহিনীর আধুনিকায়ন এবং সম্প্রসারণ হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক ও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সরকার বিভিন্ন মেয়াদে সেনাবাহিনীতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, সেনাবিমান ও হেলিকপ্টারসহ মডার্ন ইনফ্যানট্রি গেজেট, বিভিন্ন আধুনিক ইঞ্জিনিয়ারিং সরঞ্জামাদি সংযোজন করেছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

এ সময় প্রধানমন্ত্রী দেশগঠন ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে তিনি করোনা মোকাবিলায় দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য সেনাবাহিনীর সব সম্মুখযোদ্ধাকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আটক ৩ Apr 26, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024