তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সংসদ বহাল রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

রোববার ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন তিনি।

ইউনুছ আলী আকন্দের যুক্তি, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদে অনুসারে মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেহেতু সংসদ বহাল রেখে নির্বাচন অসাংবিধানিক।

সংবিধানের ৬৬ (২) (চ) অনুসারে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবে না, যদি আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করছে না- এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন।

তিনি আরও যুক্তি দেন, সংসদ সদস্য সরকারের রাজস্ব থেকে বেতন-ভাতা পাচ্ছেন। এ কারণে সংসদ ভেঙে না দিয়ে তফসিল ঘোষণা অসাংবিধানিক। দুর্নীতি দমন আইন এবং দণ্ডবিধি অনুযায়ী সংসদ সদস্য পদটি লাভজনক। তাই নির্বাচনের তফসিল ঘোষণা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

Share this news on: