প্রকৃত সংবাদ তুলে ধরুন

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, আমরা বিভ্রান্ত হচ্ছি বিভিন্ন ধরনের একপেশে সংবাদ দেখে। আপনারা প্রকৃত সংবাদ তুলে ধরুন।

‘অ্যাওয়ারনেস রাইজিং অন ওমেনস পার্টিসিপেশন, সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন ইলেকশন’ শীর্ষক এক সেমিনারে রফিকুল ইসলাম এসব কথা বলেন।

শনিবার সকালে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটরিয়ামে সুশীল সমাজ, নির্বাচন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, কাউকে অহেতুক হয়রানি করা হবে না। তবে সুনির্দিষ্ট অপরাধ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন চাই।

ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক নির্বাচন কমিশনার আলিমুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, উপসচিব সাইফুল হক চৌধুরী

 

টাইমস/টিএইচ

Share this news on: