ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সজল মিয়া(২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত দেড়টার দিকে শহরের নিজামনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল হোসেন আকন্দ।
নিহত সজল মিয়ার বাড়ি ময়মনসিংহ শহরের কেষ্টপুর এলাকায়।
পুলিশের দাবি, নিহত সজল মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ থানায় ছয়টি মামলা রয়েছে।
ওসি শাহ কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিজামনগর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। কিছু সময় গোলাগুলি চলার পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় সজলকে পাওয়া যায়।
গুলিবিদ্ধ সজলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে তিনটি চাকু এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ অভিযানে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।
নিহত সজলের বিরুদ্ধে মাদক চুরি ছিনতাইসহ কোতয়ালি মডেল থানায় ছয়টি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
টাইমস/এইচইউ