১১০০ টন কয়লাসহ বঙ্গোপসাগরে ডুবল জাহাজ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার ১১০০ টন কয়লাসহ বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় এমভি হেরা পর্বত -৮ নামের লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজটির ১০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তিনজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ জানান, বৃহস্পতিবার ভোরে কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় হেরা পবর্ত-৮। সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টির মধ্যে উত্তাল সাগরে সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় ডুবে যায় জাহাজটি।

লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানান, দুর্ঘটনার পরপরই তারা নৌবাহিনীকে জানিয়েছেন। এর মধ্যে ১০ জন নাবিককে উদ্ধার করার খবর পেয়েছেন তারা। তিনজন নাবিক নিখোঁজ। নৌবাহিনী জাহাজ নিয়ে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: