রাজশাহীতে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা কলেজছাত্রীর

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে লিজা রহমান (১৮) নামে এক কলেজছাত্রী শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আগুনে তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

শনিবার দুপুরে রাজশাহী মহিলা টিটিসি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।

লিজা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। সে রাজশাহী মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার স্বামীর নাম সাখাওয়াত হোসেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায়। সে রাজশাহী সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দগ্ধ ওই কলেজছাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, খোঁজ নিয়ে জানা গেছে ওই কলেজছাত্রী বিবাহিত। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুর ফেরদৌস বলেন, মেয়েটির শরীরের সামনে কোমরের ওপর থেকে মুখমন্ডল ও শ্বাসনালীসহ প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক হওয়া ঢাকায় রেফার্ড করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: