দক্ষিণে তাপস-সেলিম, উত্তরে আতিকুল তুললেন আ. লীগের মনোনয়নপত্র

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে দুই সংসদ সদস্য ফজলে নূর তাপস ও হাজি মো. সেলিম দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বর্তমান মেয়র আতিকুল ইসলাম আবার নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার থেকে এ লক্ষ্যে দুই সিটিতে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। সকাল ১০টা থেকে ধানমণ্ডি কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের হাতে ফরম তুলে দেয়া শুরু হয়।

বুধবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলাম আতিক আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন। আতিকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার রাজনৈতিক সচিব সাইফুদ্দিন ইমন।

এরপর যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ছেলে ঢাকা-১০ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নুর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে মনোয়নের জন্য আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেন। তাপসের পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল।

এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। তার পক্ষে মনোনয়ন ফরম কেনেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক।

এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন মোট ৬ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের মূল্য নেওয়া হচ্ছে ২৫ হাজার টাকা।

এছাড়া ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হতে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব এম এ রশিদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপদেষ্টা মো. নাজমুল হকও মনোনয়ন ফরম কিনেছেন।

অন্যদিকে ঢাকা উত্তরের মেয়র পদে নির্বাচনে আগ্রহী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ উসমানীও মনোনয়ন ফরম কিনেছেন।

সিটি নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর এই দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024