উপনির্বাচনে অংশ নেয়ায় বিএনপিকে স্বাগত : ওবায়দুল কাদের

জাতীয় সংসদ উপনির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ায় বিএনপিকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উপনির্বাচনে বিএনপি অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে, এটি গণতন্ত্রের জন্য সু-সংবাদ। আমি তাদের স্বাগত জানাই।

বুধবার কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু ট্যানেলের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সভায় যুক্ত হন।

ভার্চুয়াল সভায় সেতু মন্ত্রণালয়ের সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ এবং সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফেরদৌস অংশগ্রহণ করেন।

কনফারেন্সে সেতুমন্ত্রী বলেন, দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেতিবাচক রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার ও জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানাই। নির্বাচনী রাজনীতিতে দলটির এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।

 

টাইমস/এসএন

Share this news on: