রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা জাপা একাংশের

জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ নিয়ে রওশন এরশাদ ও জি এম কাদেরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এরশাদের ‘শেষ ইচ্ছার’ দোহাই দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদটি নিয়েছিলেন তার ভাই জিএম কাদের। তা নিয়ে তখনই আপত্তি করেছিলেন এরশাদের স্ত্রী রওশন।

এদিকে বৃহস্পতিবার রওশন এরশাদের গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন অনুসারী নেতাকর্মীরা।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘গঠনতন্ত্রে বলা আছে, যদি চেয়ারম্যানের মৃত্যু হয়, তাহলে সিনিয়র কো–চেয়ারম্যান–১ নম্বর, চেয়ারম্যান ২ নম্বর। এখানে রওশন এরশাদ সিনিয়র। এটা ২০–এর উপধারা ২(ক)–এ আছে। সুতরাং আজকে সংবাদ সম্মেলনে ঘোষণা করছি, রওশন এরশাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল করে গণতান্ত্রিক উপায়ে স্থায়ী চেয়ারম্যান ঠিক করব।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্র ভেঙে জি এম কাদের চেয়ারম্যান হয়েছেন। জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের সম্মান দেবেন রওশন এরশাদ।’

তবে জাপার মহাসচিব পদে মসিউর রহমান রাঙ্গাঁই থাকছেন বলে জানান আনিসুল। তবে রওশনের বাসায় এই সংবাদ সম্মেলনে রাঙ্গাঁ উপস্থিত ছিলেন না।

১৮ জুলাই এক সংবাদ সম্মেলনে জি এম কাদেরকে চেয়ারম্যান করার ‘দলীয় সিদ্ধান্তের’ কথা সাংবাদিকদের জানিয়েছিলেন মসিউর রহমান রাঙ্গাঁ।

সংবাদ সম্মেলনের শুরুতে রওশন এরশাদ বলেন, ‘পার্টি এখন উদ্বিগ্ন আছে। পার্টিতে কী হচ্ছে? জাপা অতীতেও ভাগ হয়েছে, এবারও কি সেটি হচ্ছে নাকি?’

তিনি আরও বলেন, ‘হুসেইন মুহাম্মদ এরশাদ এত কষ্ট করে পার্টি গড়ে তুলেছেন, এখন সেই পার্টিটা ভালোভাবে চলুক, মান অভিমান ভুলে যারা চলে গেছে, তারা ফিরে আসুক। আমি চাই পার্টির সবাই মিলেমিশে জনগণের সেবা করব।’

এই বিষয়ে জানতে চাইলে জিএম কাদের বলেন,  ‘সেখানে কে কী বলেছে, সেটা আমি আগে দেখব, জানব, তারপর বলব। কাল প্রেস কনফারেন্স করব। তবে এভাবে চেয়ারম্যানের ঘোষণা দেয়ার এখতিয়ার তাদের নাই।’

এদিকে মঙ্গলবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকার শিরীন শারমিনের কাছে চিঠি দেন জিএম এম কাদের। তার চিঠি দেয়ার এক দিন পর স্পিকারকে পাল্টা চিঠি দিয়েছেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। তাতে জি এম কাদেরের চিঠি গ্রহণ না করার অনুরোধ করা হয়েছে। বুধবার বিরোধী দলের উপনেতা রওশন এরশাদের তরফ থেকে স্পিকার শিরীন শারমিন বরাবর ওই চিঠি দেওয়া হয়।

 

টাইমস/এসআই

Share this news on: