আইপিএলে করোনার হানা, কেকেআরের দুই ক্রিকেটার আক্রান্ত

করোনা সংক্রমণে লণ্ডভণ্ড ভারত। দেশটিতে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে গড়ে সাড়ে তিন লাখের বেশি। এমন পরিস্থিতির মাঝেই দেশটিতে চলছে আইপিএল টি-২০ ক্রিকেট। আর চলমান আইপিএলের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) হানা দিয়েছে করোনা।

করোনার সংক্রমণ এড়াতে বায়ো বাবল সুরক্ষা থাকা সত্বেও নাইট রাইডার্স দলের একজন স্পিনার ও ফার্স্ট বোলার করোনায় আক্রান্ত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ায় আইপিএলের সবদলগুলোর মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।

আর এ কারণে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার সোমবারের ম্যাচটি পেছানো হয়েছে। যদিও এখনও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিংবা আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা আসেনি।

তবে ইএসপিএন ক্রিকইনফো, ক্রিকবাজসহ শীর্ষস্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যমেই এ ধরণের খবর প্রকাশিত হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: