ধর্ষণচেষ্টার মামলায় সাবেক উপসচিব গ্রেপ্তার

ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক উপসচিব (বরখাস্ত) ও মোহাম্মদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মধুবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজধানীর হাজারীবাগ থানা পুলিশ।

হাজারীবাগ থানার এসআই রাজিব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭ অক্টোবর ভুক্তভোগী এক নারীর দায়ের করা মামলায় তাকে (রেজাউল করিম) গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী ওই নারী জানান, রেজাউল করিম ১ অক্টোবর তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাধা দিলে রেজাউল করিম তাকে মারধর করে হাত ভেঙে দেয়। এ বিষয়ে ৭ অক্টোবর হাজারীবাগ থানায় মামলা করেন তিনি। এর আগেও রেজাউল করিম তার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য নির্যাতন চালাত। এ কারণে ২০১৮ সালের ২৮ জুলাই ধানমণ্ডি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছিলাম। এছাড়া গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগেও একটি মামলা করি। দুটি মামলার চার্জশিটে অভিযোগ প্রমাণ হয়।

পরে রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর সে আমার সঙ্গে আপস করার চেষ্টা করে। রাজি না হওয়ায় বিভিন্ন সময় আমাকে হত্যার হুমকি দেয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: