সীতাকুণ্ডে আ’লীগের প্রচারে পেট্রোল বোমা হামলা, তিনজন দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের নির্বাচনী প্রচারে পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার মাদাম বিরিহাটে চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের প্রচারের মধ্যে হামলার এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে মেডিকেল পুলিশ ফঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, আহতদের মধ্যে তিনজন দগ্ধ। অন্যজন শরীরে আঘাত পেয়েছেন। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সাংসদ দিদার বলেন, তিনি দুপুরে কর্মি -সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছিলেন, এমন সময় তার কর্মীদের ওপর হামলা করে পেট্রোল বোমা ছোড়া হয়। বিপক্ষ প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির উত্তর জেলা কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরীর বড়ভাই ইসহাক কাদের চৌধুরী।

তবে কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: