ব্যাংকে চাকরির বয়সসীমা ৫৯, এমডি হতে স্নাতকোত্তর ডিগ্রি

রাষ্ট্রমালিকাধীন ব্যাংকের মত বেসরকারী ব্যাংকেও চাকরির বয়সসীমা ৫৯ বছর করা হয়েছে। একই সঙ্গে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির অবশ্যই ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক ব্যাংকারদের চাকরির বয়স-সংক্রান্ত ও এমডি নিয়োগের ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত করে এই প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চাকরির সর্বোচ্চ বয়সসীমা হবে ৬৫ বছর। তবে ব্যাংকগুলো চাইলে বিশেষ প্রয়োজনে ৬৫ বছরের বেশি বয়সের কাউকে পরামর্শক ও উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারবে। সরকারি ব্যাংকের মতো বেসরকারি ব্যাংকগুলোকেও অবসরের বয়স-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, এমডি নিয়োগের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স ও ব্যাংকিং, ব্যবস্থাপনা কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের গুরুত্ব দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপন দিয়ে বলেছে, এমডি হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে জিপিএ–৩–এর বেশি পেতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিজিপিএ–৪-এর মধ্যে ন্যূনতম ২ দশমিক ৫০ এবং সিজিপিএ–৫-এর ক্ষেত্রে ন্যূনতম ৩ থাকতে হবে।

পূর্বে ব্যাংকের এমডি হতে হলে, ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং এমডির পূর্ববর্তী পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হতো এবং কোনো কোম্পানির চেয়ারম্যান বা পরিচালক বা কর্মচারী থাকা অবস্থায় ওই পদ থেকে বরখাস্ত হওয়া কোনো ব্যক্তিকে ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের ক্ষেত্রে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হতো।

এ ছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক বা ব্যাংকের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে জড়িত এমন ব্যক্তিও এমডি হওয়ার অযোগ্য বলে ধরা হতো।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, পরিচালনা পর্ষদের কাছের কিছু লোক কয়েকটি ব্যাংকে এমডি পদে নিয়োগ পেতে তদবির করছে।

যাদের শিক্ষাগত কার্যক্রম ও যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে ।তারা যেন নিয়োগ না পান সে জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়টি যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: