শাড়ি খুলতে চাপ দিয়েছিলেন পরিচালক!

বলিউডে বহুদিন ধরে চলছে ‘মি-টু’ ঝড়। গত বছরের শেষের দিকে এই নিয়ে বলিউডে তুমুল সমালোচনা হলেও এখনো থেমে থেমে বিষয়টি নিয়ে মুখ খুলছেন বলিউডের বহু নায়িকারা।

‘মি-টু’ প্রসঙ্গে কখনো কোন কোন নায়িকা পরিচালকের বিরুদ্ধে কথা বলছেন আবার কখনো কেউ কেউ প্রযোজকদের নিয়ে মুখ খুলছেন। অবশ্য অনেকের অভিযোগ উঠেছে অভিনেতাদের বিরুদ্ধেও।

তবে যৌন হেনস্তা নিয়ে ওঠা নানান অভিযোগে অভিনেত্রীদের পাশেও দাঁড়িয়েছেন বলিউডের বহু অভিনেতা।

বলিউড অভিনেত্রীদের মধ্যে অনেকেই ‘মি-টু’ ঝড়ে আক্রান্ত হলেও এতদিন মুখ খুলেননি অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ।

তবে এবার তিনিও আঙুল তুলেছেন পরিচালক কুশাল নন্দীর বিরুদ্ধে। এই পরিচালক (কুশাল নন্দী) নাকি তাকে শুটিং-এ আলাদা কক্ষে শাড়ি খোলার জন্য চাপ প্রয়োগ করেছেন।

অভিযোগে তিনি আরও বলেন, এই ঘটনার সময় উপস্থিত ছিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। পরিচালকের এমন আবদারে তিনি কিছুই বলেননি বরং চুপ করে বসে দেখেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, ২০১৬ সালে ঘটেছে এই ঘটনা। সেখানে ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমার শুটিং সেটের ঘটনা শেয়ার করেছেন নায়িকা চিত্রাঙ্গদা সিংহ।

খবরে আরও উল্লেখ করা হয়, ছবির পরিচালক কুশান নন্দী চিত্রাঙ্গদাকে শাড়ি খুলে অন্তর্বাস পরে একটি দৃশ্যে অভিনয় করার কথা বলেছিলেন। এমনকি নওয়াজের সঙ্গেও খুব অন্তরঙ্গ একটি দৃশ্যে অভিনয় করতে বলেছিলেন।

সংবাদমাধ্যমকে চিত্রাঙ্গদা জানিয়েছেন, তার মোটেও ইচ্ছে ছিল না, সেই দৃশ্যে অভিনয় করতে। কিন্তু পরিচালক সেই দৃশ্য বাদ দিতে মোটেই রাজি ছিলেন না। পরে চিত্রাঙ্গদা কান্নাকাটি করছেন দেখেও তাকে জোর করছিলেন কুশান। শেষ পর্যন্ত শুটিং ফ্লোর ছেড়ে যেতে বাধ্য হন চিত্রাঙ্গদা। এই সব কিছু দেখেও চুপ ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ওই পুরো সময়টাই তিনি নীরবে বসে বসে দেখেছেন।

এরপর সেই ছবি থেকে পুরোপুরি বাদ দেয়া হয় চিত্রঙ্গদা সিংহকে। ওই দৃশ্যে অভিনয় করতে চাননি বলেই বাদ পড়েছিলেন তিনি। পরে তার চরিত্রটিতে অভিনয় করেছিলেন বিদিতা বাগ।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা May 01, 2024
img
সারাক্ষণ এসিতে থাকলে যেসব সমস্যায় ভুগতে পারেন May 01, 2024
img
বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন, শিল্প মালিকদের প্রধানমন্ত্রী May 01, 2024
img
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে May 01, 2024
img
আমরা চিকিৎসক সুরক্ষা আইন পাস করাব : স্বাস্থ্যমন্ত্রী May 01, 2024
img
সংসদ অধিবেশন শুরু হচ্ছে কাল May 01, 2024
img
শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর May 01, 2024
img
ছয় অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা আফগানিস্তানের May 01, 2024
img
টানা তাপপ্রবাহ: অবশেষে ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস May 01, 2024
img
যতবার সরকারে এসেছি ততবার শ্রমিকদের মজুরি বাড়িয়েছি: প্রধানমন্ত্রী May 01, 2024