শাহ আমানতে চার্জার লাইটের ভেতর মিলল চার কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৭০টি স্বর্ণের বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। জব্দ করা স্বর্ণের বারের ওজন আট কেজি ২০০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।

সোমবার সকাল ১১টায় আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রীর কাছে এসব স্বর্ণের বার পাওয়া যায়।

এ ঘটনায় যাত্রী মো. আখতারুজ্জামান খানকে আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

কাস্টমস এর উপকমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, আবুধাবি থেকে বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে এই যাত্রী চট্টগ্রামে আসেন। আগে থেকেই তার ব্যাপারে তথ্য ছিল। ওই যাত্রী প্রথমে স্বীকার করেননি। পরে চার্জার লাইটের ব্যাটারি খুলে এসব সোনার বার জব্দ করা হয়।

ওই যাত্রীর বরাত দিয়ে তিনি জানান, আখতারুজ্জামানের এক বন্ধু এই চার্জার লাইট দেশে আরেক ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য বলেছে।

আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: