কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ আরো তিনজন না ফেরার দেশে

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো তিনজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জন হয়েছে।

রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মোস্তাকিম (২১) ও রাজ্জাক (৪২) ও আবু সাইদ (১৭)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন। তাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন ৬ জন, আর ঢামেক বার্ন ইউনিটে আছেন ৮ জন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অগ্নিদগ্ধ মো. আসাদ (১৪)।

এর আগে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত একজনের ভাই।

কেরানীগঞ্জে দগ্ধ ৯ জন লাইফ সাপোর্টে; আরো একজনের মৃত্যু

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩

 

টাইমস/এইচইউ

Share this news on: