রাজশাহীতে চির‌নিদ্রায় শা‌য়িত এন্ড্রু কিশোর

শেষ ইচ্ছা অনুযায়ী মা-বাবার কবরের পাশে চির‌নিদ্রায় শা‌য়িত করা হয়েছে এন্ড্রু কি‌শোরকে। রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে স্থানীয় খ্রিষ্টানদের কবরস্থানে বুধবার সা‌ড়ে ১১টায় তাকে সমাহিত করা হয়।

এর আগে সকাল ৯টায় শেষ শ্রদ্ধা জানা‌তে তার মরদেহ রাজশাহীর স্থানীয় চা‌র্চে নি‌য়ে আসা হয়। সকাল ৯টা থে‌কে ১০টা পর্যন্ত গির্জার ম‌ধ্যে রাখা হয় তার মরদেহ। এরপর প্রিয় গায়‌কের প‌রিবার প‌রিজন ছে‌লে মে‌য়ে‌দের নি‌য়ে প্রার্থনা ক‌রেন ফাদ‌ার। প্রার্থনা শে‌ষে সাধার‌ণের শ্রদ্ধা জানা‌তে চা‌র্চের সাম‌নে রাখা হয় মর‌দেহ। এখা‌নে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ফু‌ল দিয়ে শ্রদ্ধা জানান প্রিয় শিল্পীকে। পরে চার্চের আয়োজন শেষে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে।

গত ৬ জুলাই ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এন্ড্রু কি‌শোর‌। কিন্তু তার ছেলে সপ্তক ও সঙ্গা অস্ট্রেলিয়া অবস্থান করছিলেন। ছেলে- মেয়ে দেশে আসায় ৯ দিন পর তাকে সমাহিত করা হয়।

এন্ড্রু কিশোরের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি গান

দয়ালের ডাকে না ফেরার দেশে এন্ড্রু কিশোর

 

টাইমস/এইচইউ

Share this news on: