গণপরিবহনে বর্ধিত ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহারের দাবি

করোনা সংকটের কারণে বৃদ্ধি করা গণপরিবহনের ৬০ শতাংশ বাসভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, করোনা সংকট রয়ে গেলেও দেশে এখন কোনো গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যেসব শর্তসাপেক্ষে বাসভাড়া ৬০ শতাংশ বর্ধিত করা হয়েছিল, সেসব শর্ত আজ আর মানা হচ্ছে না। সব বাসগুলোতে এখন ঠাসাঠাসি করে আগের মত যাত্রী পরিবহন করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গণপরিবহনে আগের সেই পুরনো পরিবেশ ফিরে এসেছে। তাহলে যাত্রীরা কেন অতিরিক্ত বাসভাড়া গুনবেন? যেহেতু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সেহেতু অতিরিক্ত ভাড়া দেয়া যাত্রী সাধারণের জন্য অবিচার। কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ে পরিবহনের সংশ্লিষ্টরা বেপরোয়া আচরণ করছেন।

বিবৃতিতে সংস্থাটি দাবি করে, সরকার যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে মালিকদের নিয়ে বৈঠক করে করোনা সংকটে জনগণের ওপর একচেটিয়াভাবে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে দেয়। এ ঘোষণার পর পরই দেশব্যাপী চলাচলরত বাস-মিনিবাসের সঙ্গে লেগুনা, হিউম্যান হলার, টেম্পো, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ইজিবাইক, নসিমন-করিমন, টেক্সিক্যাবসহ সব যানবাহনের ভাড়া দ্বিগুণ হয়ে যায়।

অনতিবিলম্বে স্বাস্থ্যবিধির অজুহাতে অনায্য গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের জোরালে দাবি জানানো হয় বিবৃতিতে।

 

টাইমস/এসএন

Share this news on: