এবার মক্কা-মদিনার প্রধান দুই মসজিদ পরিচালনায় ১০ নারী

এবার মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনার কমিটিতে ১০ নারীকে নিয়োগ দিয়েছে সৌদি সরকার। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করতেই সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা-মদিনার মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ১০ নারীকে দুই নগরীর পবিত্র দুই মসজিদের পরিচালনা কমিটিতে নিয়োগ দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উন্নয়ন এবং অর্থনীতিতে এর প্রভাব প্রতিফলিত হবে।

এব্যাপারে সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এসপিএতে বলা হয়েছে, পবিত্র দুই মসজিদ পরিচালনার কমিটিতে নারীদের অংশগ্রহণ থাকবে। মসজিদ পরিচালনায় যেসব কার্যক্রম, নির্দেশিকা প্রণয়ন, নির্দেশ, প্রকৌশলী, প্রশাসনিক বা তদারকি পরিষেবা প্রয়োজন হবে, সেখানে নারীর অংশগ্রহণ থাকবে।

পবিত্র কাবা শরীফের কিং আবদুল আজিজ কমপ্লেক্সের উপ-প্রধান আবদুল হামিদ আল-মালিকি বলেন, গ্র্যান্ড মসজিদে আসা মানুষদের মধ্যে প্রায় অর্ধেকই নারী। তাই কমিটিতে নারী নেতৃত্ব থাকলে আরও ভালো মানের সেবা নিশ্চিত করা যাবে।

 

টাইমস/এসএন

Share this news on: