তুরস্কে আরেক জাদুঘরকে মসজিদে রুপান্তরের নির্দেশ এরদোগানের

হায়া সোফিয়ার পরে এবার আরেকটি জাদুঘরকে মসজিদে রুপান্তরের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। শুক্রবার এ নির্দেশ দেন এরদোগান।

দেশটির রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত ওই জাদুঘরটি একসময় মসজিদ ছিল। কিন্তু কামাল আতাতুর্ক তুরস্কের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মসজিদটি জাদুঘরে রুপান্তর করে। এতদিন এই স্থাপনাটি জাদুঘর হিসেবেই ব্যবহৃত হয়ে আসছিল।

জানা গেছে, হাজার বছরের পুরোনো পুরাকীর্তির দিক থেকে হায়া সোফিয়ার পরেই এই জাদুঘরটির অবস্থান। এটি ইউরোপ ঘেঁষা ইস্তাম্বুলের ‘গোল্ডেন হর্ন’ এলাকার প্রাচীন নিদর্শন।

অটোমানরা ১৪৫৩ সালে কনস্টানটিনোপোল তথা বর্তমান ইস্তাম্বুল দখল করে নিলে এই স্থাপনাটি মসজিদ হিসেবে ঘোষণা দেন। ওই সময় এর নাম দেয়া হয় ‘কারিয়ে মসজিদ’।

 

টাইমস/এসএন

Share this news on: